খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্তৃক দিঘলিয়ার চুরি মামলার আসামী গ্রেফতার

0
130

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ‘সাগর জুট স্পিনিং লিমিটেড’ এর স্টোর রুম হতে ০৩ টি ফরমার পাম্প চুরি হয়। সেই প্রেক্ষিতে উক্ত মিলের নিরাপত্তা কর্মকর্তা জনাব খান মাসুদ রানা বাদী হয়ে দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ০১ টি চুরি মামলা দায়ের করেন।

যাহা দিঘলিয়া থানার মামলা নাম্বার ৬/৫৯, তারিখ-১২/০৫/২০২২ ; ধারা-৩৮০/৪৬১ পেনাল কোড।

আই.পি-৬, খুলনার পুলিশ সুপার এর নির্দেশক্রমে চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) আবু রায়হান নূর উক্ত মামলার তদন্তভার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তার দুরদর্শিতার মাধ্যমে গত ১৩/০৫/২০২২ তারিখ ঘটনার সাথে জড়িত আসামী ইয়ামিন শেখ (২০), পিতা-বিল্লাল শেখ, মাতা-স্বপ্না বেগম, সাং-লবুনিয়া, থানা-রামপাল, জেলা-বাগেরহাট’কে গ্রেফতারকরতঃ ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মতে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার স্বীকারোক্তিমূলে ২৫/০৯/২০২২ তারিখে গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে উক্ত মামলার অপর আসামী মোঃ অসীম শেখ (৩৮), পিতা-মো তামজীদ শেখ, মাতা-মৃত: সাফিয়া বেগম, গ্রাম ও ডাক-খাগড়াবাড়িয়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করেন।