রাঙ্গাবালীতে পরিক্ষার্থীকে হলে ডুকে নকল দিতে গিয়ে তিন শিক্ষক গ্রেপ্তার

0
143

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাদেরকে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গণিতের খণ্ড-কালীন শিক্ষক মো. তৈয়ব (৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ড-কালীন শিক্ষক রীমা বেগম (২৭)।

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ হাসান জানান, পরীক্ষা কেন্দ্রের ভেতর প্রবেশ করে প্রশ্নপত্রের ওপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেয়ার সময় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন।

পরীক্ষা শেষে অভিযুক্তদের উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।