আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষ, ২১২ সেনা নিহত

0
112

আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তে ভয়াবহ সংঘর্ষে দুই দেশের অন্তত ২১২ জন সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে শুরু হওয় এই সংঘর্ষে এখন পর্যন্ত আজারবাইজানের ৭৭ সেনা এবং আর্মেনিয়ার ১৩৫ সেনার মৃত্যু হয়। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। লড়াইয়ের জন্য দুই দেশ পরস্পরকে দোষারোপ করছে।

জানা গেছে, বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়েই দুই দেশের মধ্যে বিরোধ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী এটি আজারবাইজানের অংশ, তবে সেখানে মূলত জাতিগত আর্মেনিয়ানরা থাকে।

এ ছাড়া ধর্মীয় বিভেদও দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে। আর্মেনিয়া মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, অন্যদিকে আজারবাইজান মূলত মুসলিম। দুটি দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

নাগোর্নো-কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বড় আকারে যুদ্ধ হয়েছে। সর্বশেষ ২০২০ সালেও দুই দেশ ছয় সপ্তাহ ধরে এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সূত্র : এএফপি, বিবিসি