খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি ও জরিমানা

0
107

আহছানুল আমীন জর্জ, খুলনা : ১১ জুলাই শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম -এর নেতৃত্বে সদর থানাধীন শের ই বাংলা রোড এলাকায় নোংরা, দুর্গন্ধময় পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জমজম মিষ্টি ঘরকে ৫০০০/-, ও নিরালা মোড়ে ছালছাবিল মিষ্টি ঘরকে ঘি এর বোতলে মেয়াদ, মূল্য, ওজন উল্লেখ না করায় ২০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ঔষধসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান তদারকি করে সঠিক দামে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা, ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা যথাযথভাবে প্রর্দশন করাসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়।

উক্ত অভিযানে সহযোগিতা করে খুলনা সদর থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।