২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩৭ জন রোগী হাসপাতালে

0
251

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এখন পর্যন্ত এ বছরে একদিনে সর্বোচ্চ শনাক্ত। বর্তমানে হাসপাতালে ৭১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট একদিনে ১৫৩ জন, ২৪ আগস্ট ১৬৫ জন, ২৫ আগস্ট ১৮০ জন এবং সবশেষ ২৯ আগস্ট ২০৭ জন আক্রান্ত হয়। তবে সবশেষ ২৪ ঘণ্টায় আগের সব শনাক্তকে ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৯৬ জনই ঢাকার বাসিন্দা। এ সময় ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হন ৪১ জন। বর্তমানে দেশের ৭১২ ডেঙ্গু রোগীর ৬০১ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন ১১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৩০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৮৮৮ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মোট রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন।

মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২৭৮ জন এবং ঢাকার বাইরে ৯২০ জন। অন্যদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।