পুঠিয়ায় বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত

0
217

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারী, বেসরকারী আধাসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সোমবার সকালে উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএমহিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস সহ উপজেলার প্রশাসনের কর্মকর্তা ও আ’লীগের নেতৃবৃন্দ। শোকর্যালী শেষে দুপুর ১২ টায় পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে পুঠিয়া উপজেলা অডিটোরিয়াম হলে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসার ডাঃ মনসুর রহমান।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএমহিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আজিজ পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, আ’লীগের নেতৃবৃন্দ।

এছাড়াও পুঠিয়া থানা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে পিএন উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল করা হয়।