ভোলার স্কুলের চারপাশে থইথই করছে পানি

0
156

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১নং চর ভেদুরিয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ যেন সমুদ্র সৈকত। মাঝখানে বিদ্যালয় চারপাশে পানি থইথই করছে। ১৯৭৭ সালে ভোলার ১নং চরভেদুরিয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। টিনের চালার ঘর থেকে আধুনিক ভবনে রুপান্তরিত হয়েছে বিদ্যালয়টি। কিন্ত স্থায়ীভাবে জেগে থেকে আলোর মুখ দেখেনি বিদ্যালয়ের খেলার মাঠ । বছরে ৩/৪ মাস পানি নিচেই ডুবে থাকে এ বিদ্যালয়ের মাঠ। বিদ্যালয়ের মাঠ নিচু হওয়াতে ও বর্ষার অতিরিক্ত পানি খালে প্রবাহিত হওয়ার সুযোগ না থাকায় ডুবে আছে বিদ্যালয়ের মাঠ । কিন্তু বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় এই জলাবদ্ধতা দেখা দিয়েছে । বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইমরান, আরিফ, তামিম ও ৪র্থ শ্রেনীর সুমাইয়া জানায়, বিদ্যালয়ের চারপাশসহ খেলার মাঠে কোমর পর্যন্ত পানি জমে থাকায় আমরা খেলাধুলা করতে পারছিনা, আমাদের খেলার মাঠ ভরাট করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি। জলাবদ্ধতার কারনে বিদ্যালয়ের মাঠ প্রায় হাঁসের বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে, শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।

এদিকে মাঝেমধ্যে ইউপি পরিষদ নামে মাত্র ভরাট করলেও লাভ হয়নি বলে জানান শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা খাতুন বলেন, বিদ্যালয়ের মাঠটি ভরাটের জন্য আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ দিলে মাঠ ভরাটের ব্যাবস্থা করা হবে। ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, বিদ্যালয়টির মাঠ দীর্ঘদিন ধরে পানিবন্দি আছে এটা আমার জানা নেই কারন আমি নতুন এসেছি । তবে বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও এলাকা পরিদর্শন করে বরাদ্দ মিললে মাঠে জলাবদ্ধতার সমস্যা নিরসনে বালু ভরাটের ব্যবস্থা করা হবে।