বাঘের আক্রমণ থেকে বেঁচে ফেরা মায়া হরিণ চিকিৎসার পর সুন্দরবনে অবমুক্ত

0
160

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হওয়া একটি মায়া হরিণকে (বার্কিং ডিয়ার) লোকালয় থেকে উদ্ধার করে বন বিভাগ। আজ বুধবার (৩ আগষ্ট) দুপুরে বনরক্ষীদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয় মায়া হরিণটিকে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে বাঘের থাবা খেয়ে গত সোমবার (১লা আগষ্ট) সোমবার সন্ধ্যা ৭টার দিকে একটি মায়াহরিণ বন সংলগ্ন বরইতলা গ্রামে চলে আসে। পরে হরিণটি ওই এলাকার মান্নানের বাড়িতে ঢুকলে তার বাড়ির সীমানার বেড়ার জালে আটকে পড়ে। পরে খবর পেয়ে বনবিভাগ সহ ভিটিআরটি ও সিপিজির সদস্যরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করেন। সেখান থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ফরেস্ট অফিসে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া আহত মায়া হরিণটি পুরুষ এবং এর বয়স ৪-৫ বছর। বাঘের থাবায় হরিণটির ডান শিং, ডান পা ও ডান পাশের পিছনের রানের ওপর মারাত্মক ক্ষত হয়েছে।

ফরেস্ট অফিসে মায়া হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন পুর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের প্রাণী বিষেশজ্ঞ হাওলাদার আজাদ কবির জানান, উদ্ধার করা হরিণটিকে আজ দুপুরে ১২টার দিকে করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের বনে অবমুক্ত করা হয়।