আমরা চাই বার্সেলোনার জার্সিতে মেসি অবসর নেবে: লাপোর্তা

0
289

জোয়ান লাপোর্তা স্বীকার করেছেন যে, বার্সেলোনা ও লিওনেল মেসির বিচ্ছেদ সম্ভাব্য সেরা শর্তে হয়নি। তবে এখন তার চাওয়া, আর্জেন্টাইন অধিনায়ক বার্সার হয়ে খেলে তারপরে অবসরে যাক। খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

গত মৌসুমের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। প্যারিসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। লাপোর্তা দাবি করেছেন, তখন পরিস্থিতি এমন ছিল যে, কোনোভাবেই মেসিকে ধরে রাখা সম্ভব ছিল না।

বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে এটা (মেসি আবার বার্সায় ফিরে আসুক এবং এখান থেকেই অবসরে যাক) আমার আশা এবং আমি চাই এটা ঘটুক। আগে যা ঘটেছে তার জন্য আমিও যৌথভাবে দায়ী এবং এটাকে আমি অস্থায়ী বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘মেসির বার্সেলোনা অধ্যায় এভাবে শেষ হোক, তা আমরা কেউই চাই না। এটা ঘটেছে অর্থনৈতিক কারণে এবং আমাদের অনেক ঋণ রয়েছে। সে জন্যই আমরা চাই বার্সেলোনার জার্সি গায়ে মেসি তার ক্যারিয়ারের শেষ টানুক।’