ঈশ্বরগঞ্জে লাইসেন্স না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

0
335

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পশু ও মৎস্য খাদ্য বিক্রেতাদের লাইসেন্স না থাকার অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স বিহীন ভাবে পশু ও মৎস্য খাদ্য বিক্রয় করার অপরাধে পশু ও মৎস্য খাদ্য আইন ২০২০ এর ৪ নং ধারা অনুযায়ী ২ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম সানোয়ার রাসেল উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান বলেন, লাইসেন্স না থাকায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।