সন্ধান মিলেছে বরিশালে ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ সেই বৃদ্ধের!

0
127

মাইনুদ্দিন আল আতিক, পটুয়াখালী : বরিশালে ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হওয়া সেই বৃদ্ধ আব্দুল মজিদ পহলানের (৭০) সন্ধান মিলেছে।

নিখোঁজের দু’দিন পর বুধবার (২০ জুলাই) বিকালে সশরীরে নিজেই ফিরে এসেছেন বাড়িতে। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা এবং মৃত কাশেম আলী পহলানের ছেলে।

জানা গেছে, তিনি গত সোমবার (১৮ জুলাই) সকালে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। পরে তার আর কোনো খবর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরেও যখন তাকে পাওয়া যাচ্ছিল না, তখন হঠাৎ করেই তার আগমন ঘটে বাড়িতে।

নিখোঁজের বিষয়ে আব্দুল মজিদ পহলানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বরিশাল পৌঁছে মোবাইলের দোকান থেকে আমার ধর্ম মেয়ের বাসায় ফোন দিয়ে জামাইকে আসতে বলি। সে আসতে লেট হওয়ায় আমি অন্যদিকে যাই এবং আমাদের এলাকার কোনো পরিচিত লোক আছে কি না খোঁজ করি। কিন্তু কাউকেই পাইনি। এর ভিতরে আমার কাছে থাকা মোবাইল নাম্বার লেখা নোটবুকটি হারিয়ে ফেলি। যার কারণে আর কারো সাথে যোগাযোগ করতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘আমি কোনো উপায়ান্তর না দেখে একটি মসজিদে যাই এবং ইমাম সাহেবকে সব খুলে বললে তিনি তার সাথে আমাকে রাখেন এবং খাওয়া-দাওয়া করান। একপর্যায়ে ভাগ্যক্রমে আমার এক ভাতিজার সাথে দেখা হয়ে যায়। সে আমাকে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়ে আজ গাড়িতে উঠিয়ে দিলে বাড়িতে এসে পৌঁছাই। তবে এদিকে আমাকে এত খোঁজাখুঁজি হচ্ছে তা আমি জানি না।’

তিনি বলেন, ‘আমার ছেলে সন্তান নেই, দুই মেয়ে। তাদেরকে বিয়ে দিয়েছি। বর্তমানে আমরা স্বামী-স্ত্রী দু’জন ছাড়া সংসারে আর কেউ নেই। তাছাড়া আমার কোনো জমিজমা নেই, খাস জায়গায় থাকি। অনেকদিন পর্যন্ত আমার হাতের রগ টান হয়ে আঙ্গুলগুলো শক্ত হয়ে যাচ্ছে। হাত নাড়াতে পারছি না। অর্থসংকট থাকায় ডাক্তার দেখাতে পারছিলাম না। পরে এলাকার মানুষের সাহায্য-সহযোগিতায় ডাক্তার দেখাতে যাই। ডাক্তার আবার ২১ দিন পর যেতে বলেছেন। এই রোগ থেকে মুক্তি পেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

এদিকে আব্দুল মজিদ পহলানের ফিরে আসায় তার পরিবারের মাঝে স্বস্তি ফিরেছে। তাকে দেখতে এলাকার লোকজন তাদের বাড়িতে ভিড় জমাচ্ছে।