টি-টোয়েন্টিকে বিদায় বললেন তামিম

0
341

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শনিবার (১৬ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অবসরের কথা জানান তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিম বলেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে তামিম যে অবসর নিতে পারেন, সেই আভাস মিলেছিল কিছুদিন আগে তার আরেক ফেসবুক স্ট্যাটাস থেকে। সেখানে তামিম লেখেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ,এরপর এর সঙ্গে জুড়ে দেন হাত নাড়ানোর তিনটি ইমোজি। এই ইমোজির অর্থ দুইরকমই হয়- স্বাগত জানানো কিংবা বিদায় জানানো। ক্রিকেট অনুরাগীরা সেই ইমুজিকে বিদায়ের বার্তা হিসেবেই ধরে নিয়েছিল। সেই বার্তাটা যে সত্যিই, তার প্রমাণ এবার পাওয়া গেল।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তামিমের। সেই থেকে এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন এক হাজার ৭৫৮ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি রান আছে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের। এ ফরম্যাটে টাইগারদের মধ্যে একমাত্র সেঞ্চুরিটাও এ ড্যাশিং ওপেনারের।