অবশেষে বার্সেলোনাতে লেওয়ানডস্কি

0
140

অবশেষে সত্যি হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে রবার্ট লেওয়ানডস্কিকে দলে নেওয়ার ঘোষণা দিলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে বার্সা। মেডিকেল টেস্টের পর এ পোলিশ তারকার সঙ্গে চুক্তি সাক্ষর করবে ক্লাবটি।

বার্সেলোনার আনুষ্ঠানিক বিবৃতিতে ট্রান্সফার ফি’র কথা উল্লেখ করা হয়নি। তবে ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, বায়ার্ন মিউনিখ থেকে লেওয়ানডস্কিকে পেতে বার্সার খরচ ৫০ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭৩ কোটি টাকার বেশি।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি ছিল লেওয়ানডস্কির। কিন্তু গত মৌসুম শেষ হতেই লেওয়ানডস্কি জানিয়ে দেন, তিনি আর ক্লাবে থাকতে ইচ্ছুক নন। তবে বায়ার্ন জোর চেষ্টা চালিয়েছিল ৩৩ বছর বয়সী এ তারকা স্ট্রাইকারকে ধরে রাখতে।

কিন্তু শেষ পর্যন্ত খেলোয়াড়ের ইচ্ছার সঙ্গে আর পেরে ওঠেনি জার্মান জায়ান্ট ক্লাবটি। এর পেছনে অবশ্য আর্থিক দিক থেকে সন্তুষ্টির কারণও রয়েছে। বায়ার্নের প্রধান নির্বাহী ওলিভার কান সংবাদমাধ্যমে বলেছেন, ‘শেষ পর্যন্ত বার্সেলোনা ভালো অঙ্কের প্রস্তাব দিয়েছে। যা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে।’

আক্রমণভাগে এরই মধ্যে পিয়েরে এমেরিক আউবেমেয়াং, আনসু ফাতি, ফেররান তোরেসদের মতো খেলোয়াড় রয়েছে বার্সেলোনার। এদের সঙ্গে লেওয়ানডস্কিকে দলে নিয়ে শক্তি আরও বাড়ালো বার্সেলোনা। বায়ার্নের জার্সিতে ৩৭৫ ম্যাচ খেলে ৩৪৪ গোল করেছেন লেওয়ানডস্কি।