দেশে ফিরলেন মুস্তাফিজ

0
69

আইপিএল অধ্যায় শেষ করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২ মে) দেশে পা রাখেন তিনি।

সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ফিজ। এরপর নিজের সাদা রঙের গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা দেন।

এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে ছিলেন মুস্তাফিজ। প্রথমে বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দিলেও পরবর্তীতে তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অনুরোধে একদিন ছুটি বাড়িয়ে ১ মে পর্যন্ত অনুমোদন করা হয়। গতকাল শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে একটি মেডেনসহ ২২ রান দিলেও উইকেটশূন্য ছিলেন তিনি।

আইপিএল থেকে বিদায় নেওয়ার আগে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ওপরের দিকেই ছিলেন মুস্তাফিজ। গত ডিসেম্বরের মিনি নিলামে চেন্নাই সুপার কিংস তাকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল।

উইকেটের সংখ্যা বিবেচনায় এবার আইপিএলে নিজের দ্বিতীয় সেরা মৌসুম কাটিয়েছেন মুস্তাফিজ। ১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ফিজ।