দায়িত্ব পালনে নিহত দুই পরিবারকে আর্থিক অনুদান দিলো নির্বাচন কমিশন

0
300

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত বিজিবি সদস্য রুবেল মন্ডল ও সৈয়দপুরে নির্বাচনী দায়িত্ব পালন কালে সড়ক দুর্ঘটনায় নিহত পোলিং অফিসার খাদেমুল ইসলামের পরিবারকে দশ লাখ করে ২০লাখ টাকা দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার দুপুরে (৫জুলাই) নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহত দুই ব্যক্তির পরিবারের কাছে এই টাকার চেক হস্তান্তর করা হয়। চেক প্রদান করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন।

এ সময় জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান উপস্থিত ছিলেন।

বিজিবি সদস্য রুবেল মন্ডলের স্ত্রী জেসমিন বেগম ও পোলিং অফিসার খাদেমুল ইসলামের স্ত্রী সাবিনা আকতার চেক গ্রহণ করেন।

গেল বছরের ২৮ নভেম্বর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের সময় রাত সাড়ে আটটার দিকে নির্বাচনী সহিংসতায় মারা যান বিজিবি নায়েক রুবেল মন্ডল।
একই বছরের ২৫ডিসেম্বর সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পুর্ব খালিশা ঢুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পোলিং অফিসার খাদেমুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যান।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন তারা। নির্বাচন কমিশন তাদের দুই পরিবারকে দশ লাখ করে টাকা অনুদান দিয়েছে।