এন্ড্রু কিশোরকে হারানোর দুই বছর

0
216

বছর দুই আগে এদিন (৬ জুলাই) পৃথিবী ভ্রমণ শেষ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এখন তিনি চোখের দেখায় নেই, তবে তার গানের সুর আজও শ্রোতাহৃদয়ে নাড়া দেয়। ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এন্ড্রু কিশোর। ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে ডাক্তাররা হাল ছেড়ে দেন।

এরপর প্লেব্যাক সম্রাটের নিজ ইচ্ছাতেই ২০২০ সালের ২০ জুন তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। মহানগরীর মহিষবাথানে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় বসবাস শুরু করেন তিনি। মাস না পেরুতেই ৬ জুলাই সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৫ জুলাই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এন্ড্রু কিশোরকে বলা হয় ফিল্ম ইন্ডাস্ট্রির গানের সম্রাট। যার গান কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তার কণ্ঠে বুদ হোন যে কেউই। এমন কণ্ঠ কালে কালে খুব কমই আসে। কিংবদন্তি এই শিল্পী সত্তর দশকের শেষদিকে চলচ্চিত্রে গাইতে শুরু করেন। বাংলা চলচ্চিত্রের সর্বাধিক ১৫ হাজার গান গাওয়া শিল্পী তিনি। সুপারহিট গানের সংখ্যাও অসংখ্য। তাইতো তাকে বলা হয় প্লেব্যাক সম্রাট।