ফুলছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

0
127

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা কৃষি অফিসার হলরুমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ লোকমান হোসেন , উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন , উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি থানার ইনচার্জ মোঃ কাওছার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুকুম আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আনজুম্মান আরা মেরী।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়া,ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোছাঃ পাপিয়া সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এ জি এম আজিজুল হক,উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলীখান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,মোঃ সোহেল রানা শালু, জনপ্রতিনিধি সুধি সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

এসময় গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে মাদকদ্রব্য অপব্যবহার রোধে বিভিন্ন প্রকার পরামর্শ নেয়া হয়। ফুলছড়ি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সকলকে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়