ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ ও রথমেলা এলাকা পরিদর্শন করলেন ঢাকা জেলা পুলিশ সুপার

0
127

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব চারশত বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী ধামরাই শ্রীশ্রী যশোমাধব দেবের রথ উৎসব শুরু হবে ১ জুলাই শুক্রবার। পুনর্যাত্রা (উল্টো) রথটান হবে ৯ জুলাই শনিবার। রথোৎসব উদযাপন উপলক্ষে রথমেলা চলবে প্রায় একমাস।

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বিগত দুই বছর ঐতিহাসিক রথ উৎসব – রথমেলা – রথটান বন্ধ ছিল।

এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের রথোৎসব উদযাপন করা হবে।
আসন্ন রথ উৎসব সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করার জন্য ধামরাই থানায় যশোমাধব মন্দির ও রথ উৎসব কমিটির কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (বার) পিপিএম মহোদয় রবিবার (২৬ জুন) মতবিনিময় করেছেন।

উক্ত মতবিনিময় সভায় যশোমাধব মন্দির ও রথ কমিটির কর্মকর্তাদের আসন্ন রথ উৎসব সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছিলেন।

তারই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুন) দুপুর সাড়ে বারটার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (বার) মহোদয় আসন্ন রথ উৎসব উপলক্ষে সরজমিনে ধামরাই রথখোলায় ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের রথ ও পাশ্ববর্তী এলাকা পরিদর্শন, ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা-পিতল শিল্পের শিল্পীদের গড়া শিল্পকর্ম পরিদর্শন শেষে ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব রথ উৎসবের মাধব মন্দিরের যাত্রাবাড়ীর রথমেলার অঙ্গন পরিদর্শন করেন।

রথ ও রথ মেলাঙ্গন পরিদর্শন করে ঢাকা জেলা পুলিশ কর্মকর্তা ও ধামরাই থানার কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান শেষে মন্দির ও রথ কমিটির কর্মকর্তাদের রথ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ কর্মকর্তাগন,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আতিকুর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওয়াহিদ পারভেজ, পুলিশ পরিদর্শক (অপারেশন) শ্রী নির্মল কুমার দাস, সিআইডি এর কর্মকর্তাগন,শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, সহ – সভাপতি জগদীশ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) প্রমূখ।