পরিবেশ ও পর্যটন শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

0
292

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: পরিবেশ ও পর্যটন শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় এটা জানিয়েছেন অতিথিরা । আজ ২৮ জুন মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে উইমেন রিসোর্স নেটওয়ার্ক বান্দরবান জেলার আয়োজনে তারুম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রকল্প অফিসের সহযোগিতায় সাংস্কৃতিকভাবে সংবেদনশীল পরিবেশ ও নারীবান্ধব পর্যটন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উইমেন রিসোর্স নেটওয়ার্ক বান্দরবান জেলার সমন্বয়কারী ডনাই প্রু নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ।

টুরিষ্ট পুলিশের ওসি মোঃ জাহাঙ্গীর আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্টানে অতিথিরা বলেন পরিবেশ ও পর্যটন শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় । কারণ দেশের উন্নয়নের একটা অংশ শিল্প বাণিজ্যের পাশাপাশি পর্যটন খাত থেকে আসে । দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই পর্যটন শিল্পের জন্য সকলকে কাজ করতে হবে । তাই অতিথিরা সকলকে দেশের উন্নয়নে পর্যটন শিল্পে এগিয়ে আসার আহ্বান জানান।