২৪ ঘণ্টায় আরও ৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে

0
151

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩০ জনই ঢাকা শহরে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৯৫২ হয়েছে। এর মধ্যে মধ্যে ১১৮ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে নয় জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৮৩৩ জন। মারা গেছেন ১ জন।

জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশা বংশবিস্তার করায় বছরের এই সময়টায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন এই বছর ডেঙ্গুর প্রকোপ গত কয়েক বছরের চেয়ে বেশি হতে পারে। এর জন্য, ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনের জন্য সিটি করপোরেশনগুলোকে কঠোর ব্যবস্থা নিতে বলছেন তারা।