বাগেরহাট
বাগেরহাটের মোংলা থানা ভবন থেকে তক্ষক উদ্ধার


সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলা থানা ভবন থেকে একটি তক্ষক উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ সদস্যরা।
থানা সুত্রে জানা যায় , মোংলা থানা ভবনের ৫ম তলায় বুধবার (২২ জুন) দিবাগত রাত ২ টার দিকে পুলিশ পরিদর্শক সুজিত কুমার বিশ্বাস,(মোংলা সার্কেল অফিস) শয়ন কক্ষে পরনের কোর্টে হঠাৎ তক্ষকটি দেখতে পেয়ে ডাক-চিৎকার করে তাড়া করলে রুমের বাহিরে চলে যায়। পরবর্তীতে থানা পুলিশের কয়েকজন সদস্য মিলিত হয়ে তক্ষকটি উদ্ধার করে।
পরে দুপুরে সুন্দরবনের করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির’র নিকট তক্ষকটি হস্তান্তর করা হয় বলে জানান মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।