বাগেরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন বিষয়ক কর্মশালা

0
329

সুব্র ঢালী, বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ জুন) সকালে বাগেরহাট সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্ম্দ আজিজুর রহমান।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো: হাফিজ-আল-আসাদের-আসাদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার কে, এম, আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড, ভূইয়া হেমায়েত উদ্দীন, সিভিল সার্জন ডা: জালাল উদ্দীন প্রমুখ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালায় বাগেরহাটের সকল উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।