চাঁপাইনবাবগঞ্জ

মহানবীকে কটূক্তির প্রতিবাদে গোমস্তাপুরে মুসুল্লিদের বিক্ষোভ মিছিল

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লিরা।

শুক্রবার জুমার নামাজ শেষে রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদের মুসুল্লিরা উপজেলার রহনপুর কলেজ মোড়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল ষ্টেশনে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন রহনপুর পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, রহনপুর ষ্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, নুনগোলা জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর রফিক খানসহ অন্যরা। সমাবেশে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আয়েশা সম্পর্কে দেয়া ভারতের বিজেপি নেতাদের ধৃষ্টতাপূর্ন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button