ঝিনাইদহ

ঝিনাইদহে ৪’শ কৃষকের গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ৪’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ সহযোগীতা প্রয়োজন করা হয়।

কৃষি বিভাগ জানায়, চলতি খরিপ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার ৪০০ কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি হাইব্রীড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ১০ কেজি পলিথিন ২ বোতল কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button