ইভিএমে ভোট দেওয়া শেখাতে সুন্দরগঞ্জে মক ভোটিং

0
306

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ সুন্দরগঞ্জে হরিপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কীভাবে ভোট দেওয়া যায়, তা ভোটারদের শেখাতে কেন্দ্রে কেন্দ্রে অনুশীলন বা মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হয়।

ভোট প্রয়োগ শেষে লখিয়ারপাড়া গ্রামের মোস্তাফিজার নামের এক ভোটার বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া যতটা জটিল মনে করেছিলাম, ততটা কঠিন না। খুব সহজেই ভোট দিতে পারলাম। ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ছবি এল, আমার ভোট আমি দিয়েছি, ভালো লাগল।’

চর হরিপুর (গুচ্ছগ্রাম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খোজন রানা বলেন, ‘অনুশীলন বা মক ভোটিং-এ সাধারণ মানুষের ভালো সাড়া পেয়েছি। ইভিএমের মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পেরে সন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছেন।’

উপজেলা নির্বাচন অফিসার ও হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার সেকান্দার আলী বলেন, ‘আগামি ১৫ জুন হরিপুর ইউনিয়নের ভোট ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রথম বারের মতো এ উপজেলায় ইভিএম প্রক্রিয়ায় ভোট গ্রহণ বিধায় ভোটারগণকে ভোটদান প্রক্রিয়ায় অংশ গ্রহণের জন্য এ মক ভোটিং অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই হ্জাার ভোটার অংশ গ্রহণ করে।’

উল্লেখ্য, হরিপুর ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯৫৪ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ১১৬ জন।