বাগেরহাটে ম্যাগনেটিক তামার কয়েন প্রতারকের ২০ লক্ষাধিক টাকার চাঁদাবাজী

0
338

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে কথিত ম্যাগনেটিক কয়েন বিক্রি করে কোটি টাকার প্রলোভন দিয়ে ২০ লক্ষাধিক টাকা হাতিয়েছে এক মহাপ্রতারক ৷ বহুরূপী প্রতারক সুব্রত কুমার পাল (২৭) ৷ সে উপজেলার সগুনা গ্রামের পশ্চিমপাড়ার প্রভাস চন্দ্র পালের পুত্র সুব্রত কুমার পাল ৷ হঠাৎ লেবাস বদলে রাতারাতি হোমিও ডাক্তরের সাইনবোর্ড লাগিয়ে কোন ধরনের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ফার্মেসি খুলে বসেছে ৷

ভুক্তভোগী এবং স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, মহাপ্রতারক সুব্রত কুমার পাল একই গ্রামের এক ব্যাক্তিকে তার কাছে থাকা একটি তামার কয়েনের ম্যাগনেটিক ক্ষমতা আছে এবং সেটি বিক্রয় করলে কয়েক কোটি টাকা পাওয়া যাবে এমন প্রলোভন দিয়ে ২০ লক্ষাধিক টাকা হাতিয়েছে ৷ তামার কয়েনটি বিক্রয় করতে পারলে কয়েক কোটি টাকা পাওয়া যাবে বলে সে ধাপে ধাপে এই টাকা হাতিয়ে নেয় ৷ তামার কয়েনটি বিক্রয় করতে ব্যাংক একাউন্ট খুলে অন্যান্য কাগজপত্র ইন্ডিয়া হাই কমিশনে জমা দিতে হবে বলে ভুক্তভোগীর নিকট থেকে তার ছবি, ভোটার আইডি কার্ড নেয় এবং টাকা তুলতে চুক্তিনামা করতে হবে বলে একটি স্ট্যাম্প পেপারে সই নেয় ৷ এর কয়েকদিন পর থেকে সে ওই স্বাক্ষরকৃত চুক্তিনামার কথা উল্লেখ করে ভারতীয় হাই কমিশন থেকে মামলা করার ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ৷

একপর্যায়ে ভুক্তভোগী কয়েক দফায় তার জমি বিক্রয় করে গোপনে ২০ লক্ষাধিক টাকা প্রতারক সুব্রতর হাতে তুলে দেয় ৷ এরপর সে চাঁদার বাকী টাকা দেবার জন্য অজ্ঞাতনামা অপর এর ব্যাক্তিকে হাইকমিশনের লোক উল্লেখ করে অস্ত্র নিয়ে তার ব্যাবসা প্রতিষ্ঠানে এসে পূনরায় ভয়ভীতি দেখায় এবং টাকা না দিলে ও কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷ একপর্যায়ে ঘটনা জানাজানি হলে সুব্রত গা ঢাকা দেয় ৷ পরে স্থানীয় শালিসের মাধ্যমে ৬ লক্ষ ২০ হাজার টাকা ফেরতও দিয়েছে সে ৷

বহুরুপি প্রতারক ও চাঁদাবাজ সুব্রত কুমার পালের বিরুদ্ধে তার প্রতিবেশীর গরু চুরি করে বিক্রয়, নারী কেলেংকারি সহ রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে চাকরী দেবার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতানো, হোমিও চেম্বারের লেবাসে মাদক কেনাবেচা সহ একাধিক অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ৷