মাগুরা

মাগুরায় মৃত গরুর মাংশ বিক্রির অভিযোগে জরিমানা

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে নহাটা বাজারে মৃত গরুর মাংশ বিক্রির অভিযোগে দু’জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮জুন) নহাটা গরুর মাংশের দোকানে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালনা করে মনির মৃধা নামে এক গরুর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শিমুল মিয়া নামে ওই মাংশ বিক্রেতাকে একই হারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নহাটা ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান তোরাপ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এবিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, ওই এলাকা থেকে মৃত গরুর মাংশ বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে নহাটা বাজারে আদালত পরিচালনার মাধ্যমে গরুর মালিক ও মাংশ বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button