কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ গ্রেফতার ৫


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) কামরুজ্জামান কামু(৪৮), পিতা-মৃত: এম এ লতিফ, সাং-৬৪ টিবি ক্রস রোড, থানা-খুলনা; ২) মোঃ রাজু মল্লিক ওরফে রাজু মিয়া(২৫), পিতা-মোঃ সেলিম মল্লিক, সাং-নয়াবাটি গোলচত্ত্বরের সামনে, থানা-খালিশপুর; ৩) মোঃ কাকন গাজী(৫৫), পিতা-মৃত: আতিয়ার গাজী, সাং-হাড়িডাংগা গাজী বাড়ি, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর; ৪) আশিফুল হোসেন রাজীব(৪১), পিতা-মৃত: শেখ আমির হোসেন, সাং-০৯/৩ কেদার নাথ ক্রস রোড মহেশ্বর পাশা, থানা-দৌলতপুর এবং ৫) মোঃ শহিদুল ইসলাম(৩৮), পিতা-মৃত: সৈয়দ আলী, সাং-মহেশ্বরপাশা বণিকপাড়া শান্তিনগর, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটএবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, সিটি এসবি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোহাম্মদ আনোয়ার হোসেন ৭ জুন মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।