ক্রন্দনরত সীতাকুণ্ড

0
407

ক্রন্দনরত সীতাকুণ্ড
সুদীপ চন্দ্র হালদার

আগুন, কন্টেইনার বিস্ফোরণ, কেপে উঠল সীতাকুণ্ড,
উড়ে গেল হাতের কবজি আমার ভাইয়ের, পায়ের গোড়ালি,
দূরালাপতে সন্তানের আর্জি হতভাগ্য পিতার নিকট-বাবা, কলেমা পড়!
মর্মান্তিক-হৃদয়বিদারক!!

ফেসবুক লাইভে অগ্নিকাণ্ডের খবর জানান ছেলেটি
হয়ে গেল ছিন্ন-ভিন্ন, তিন মাইল দূরের উপাসনালয়ের
থাই গ্লাস থর থর করে ভেঙ্গে পড়ল, ভয়ংকর শব্দ
আর ভূমিকম্পের ন্যায় কেপে উঠল গোটা সীতাকুণ্ড।

অগ্নিনির্বাপণের দমকল কর্মীর পোশাক রয়ে গেল,
জগতের মায়া ছেড়ে চলে গেল আমার বীর ভাইটি।
পুলিশ কর্মী ভাইটি থল থল নয়নে তাকিয়ে রয়েছে
পায়ের দিকে; পা’টি যে তার উড়ে গিয়েছে হায়!

আগুন আর বিস্ফোরণ শুধু মানুষ মারেনি, মেরেছে
স্বপ্ন অগনিত অভাগা পিতা-মাতার, দিয়েছে ক্রন্দনময়
দীর্ঘশ্বাস, ভেঙ্গেছে লাজুকলতা প্রেয়সীর স্বপ্ন বুনন,
ছারখার করে দিয়েছে অর্ধাঙ্গিনীর সোনার সংসার।

প্রকৃতিরে আজ দেইনা দোষ, সর্বংসহা প্রকৃতিরে দিতে দিতে মিথ্যা অপবাদ,
আজ নিজেকে ভাবি লজ্জিত।
তবুও আশার বাতি দেখি হন্তদন্ত হয়ে ভাই আমার ছুটে এসে
আবেগী স্বরে যখন বলে-রক্ত কোথায় দেব আমি!

ব্যাথাতুর মলিন হৃদয়ে জাগে পরম তৃপ্তির ছোয়া,
যখন সিএনজি চালক ভাইটি বিনা ভাড়ায় দেয় সার্ভিস
যখন ফার্মেসির মানবিক ভাই ওষুধ দেয় বিনামূল্যে
যখন তরুন ছাত্র এগিয়ে আসে মনুষ্যত্বে বলীয়ান হয়ে।

আমরা পারি, আমরা পারব, ঘুরে দাড়াব নিশ্চয়ই;
প্রীতিলতা-সূর্যসেন-মুক্তিসেনার রক্তে রঞ্জিত যে মাটি,
পবিত্র সে মাটি যেন বীরত্বগাথা দূর্জয় ঘাটি, নব
প্রাণের সঞ্চারে শীঘ্রই হাসবে ক্রন্দনরত সীতাকুণ্ড।।