দেশজুড়ে

কেএমপি’র অভিযানে ইয়াবা , গাঁজা এবং মোটর সাইকেলসহ গ্রেফতার ৬

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আমজাদ হোসেন খাঁন (৪০), পিতা-মৃত: বেলায়েত আলী খাঁন, সাং-আটারই খাঁ বাড়ি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা; ২) মোঃ লিটন(৩৯), পিতা-মোঃ জব্বার শেখ, সাং-মাথাভাঙ্গা কাজী পাড়া, থানা-লবণচরা; ৩) মোঃ ফয়সাল(২৫), পিতা-ওমর ফারুক, সাং-বড় বয়রা পালপাড়া, থানা-খালিশপুর; ৪) মোঃ মাসুম ব্যাপারী(২৩), পিতা-মৃত: হাসু ব্যাপারী, সাং-মহেশ্বরপাশা দীঘির পশ্চিমপাড়, থানা-দৌলতপুর; ৫) রমেশ মন্ডল@বাবু(৫০), পিতা-দশরথ মন্ডল, সাং-রংপুর সাড়াতলা, থানা-আড়ংঘাটা এবং ৬) মোঃ আরিফুজ্জামান ময়না(৩৮), পিতা-মৃত: মোঃ বজলুর রহমান, সাং-৫৪/১ শেখপাড়া ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ০১ টি মোটর সাইকেল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, সিটি এসবি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোহাম্মদ আনোয়ার হোসেন ৩১ মে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button