দেশজুড়ে

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ পালিত

নেত্রকোণা প্রতিনিধিঃ “তামাকমুক্ত পরিবেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মে) সকালে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button