সুন্দরবনে শুটকী ও জালিবোট সহ আটক-১

0
84

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে অনুপ্রবেশ করে মৎস্য প্রজনন খালে বিষ প্রয়োগে মাছ শিকার এবং শুটকী তৈরি ও পাচারকালে ফাইভার ট্রলার সহ আবেয়ার (৩৪) নামের এক মৎস্য দৃর্বৃত্তকে আটক করেছে বন বিভাগ। এ সময় জব্দ করা হয় ৯ বস্তা চিংড়ি শুটকী।

সোমবার (৩০ মে) দিনগত রাতে সুন্দরবনের পশুর নদীর নন্দবালা এলাকা হতে ট্রলার ও শুটকী সহ ওই ব্যক্তিকে আটক করে বনে টহলরত বনরক্ষীরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন বনবিভাগের মরাপশুর টহল ফাঁডির কর্মকর্তা মোঃ অহিবুল ইসলাম জানান, সুন্দরবনের নদী-খালে ৩ মাসের জন্য সকল প্রকার মৎস্য আহরন নিষিদ্ধ হওয়া অনুপ্রবেশ ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়। তিনি বলেন, জেলেরা সাধারণত কাঠের তৈরি নৌকা ও ট্রলার ব্যবহার করে থাকে। তাই বনবিভাগের চোখ ফাঁকি দিতে মৎস্য দূর্বৃত্ত চক্রটি ফাইভার বোট যোগে শুটকী পাচারকাল গতিবিধি সন্দেহ হলে আটক ও তল্লাশী চালিয়ে ৯টি বস্তা ভর্তি চিংড়ি শুটকী উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলার ও শুটকী সহ আটক আবেয়ারের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।