দেশজুড়ে

সরিষাবাড়ীতে সহকারী অধ্যাপক এহসান এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ী কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক এসএইচএম এহসান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৩১ মে) সহকারী অধ্যাপক এসএইচএম এহসান এর শেষ কর্মদিবসে সকাল সাড়ে ১১টায় ভূগোল ল্যাবরেটরিতে ভূগোল পরিবারের পক্ষথেকে শিক্ষার্থীরা এবং কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ পৃথক পৃথকভাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ছোলাইমান বাবু সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ এ এইচ এম মিজানুর রহমান বক্তব্য রাখেন। আরোও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া বাবলু ও সংবর্ধিত বিদায়ী সহকারী অধ্যাপক এসএইচএম এহসান প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ন সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, নির্বাহী সদস্য সোহেল রানা, সদস্য রাইসুল ইসলাম খোকন,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপন্থিত ছিলেন।পরে দুপুর সাড়ে ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক এসএইচএম এহসান কে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, সহকারী অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হারুন, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন দুলাল, প্রভাষক জহুরুল ইসলাম প্রমূখ।

এ সময় কলেজের অধ্যাপক গণ উপস্থিত ছিলেন। সহকারী অধ্যাপক এসএইচএম এহসান রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স এবং মাষ্টার্স শেষ করে ১৯৯৫ ইং সালে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার কলেজে প্রভাষক পদে যোগদান করেন। তিনি কলেজে শিক্ষকতার পাশাপাশি মোহনা টিভি সরিষাবাড়ী প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন। এ ছাড়াও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব এর সহ-সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button