দেশজুড়ে
ধামরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঢাকা জেলার মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঢাকা জেলার মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ মে ২০২২) ধামরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঢাকা জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ’সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সকল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড বৃন্দ।
সভা শেষে সকল সদস্যগণ ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী তামা-কাসা শিল্প এবং আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব জনাব কাজী নিশাত রসুল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব ভাস্কর দেবনাথ বাপ্পি।