রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা স্থগিত: পুতিন

0
276

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনা ‘কার্যত স্থগিত করে’ দিয়েছে কিয়েভ। শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তের সঙ্গে ফোনালাপকালে পুতিন এ মন্তব্য করেন।

রুশ সংবাদমাধ্যম আরটি শনিবার এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি আলোচনার বর্তমান অবস্থা সম্পর্কে পুতিন জানিয়েছেন, এ আলোচনা কার্যত স্থগিত করে দিয়েছে কিয়েভ। পুতিনের দাবি, ইউক্রেন ফলপ্রসু ও আন্তরিক আলোচনার বিষয়ে আগ্রহ দেখায়নি।

ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করছে- এ প্রেক্ষাপটে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হলো। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট পুতিনকে জানান, তার দেশ ন্যাটো যোগ দেয়ার বিষয়ে আগ্রহী।

তবে পুতিন ফিনল্যান্ডকে সতর্ক করে বলেছেন, দেশটির যদি তাদের ঐতিহ্যবাহী নিরপেক্ষ থাকার নীতি বর্জন করে, তাহলে সেটা হবে গুরুতর ‘ভুল’। তিনি জোর দিয়ে বলেন যে, ফিনল্যান্ডের নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি নেই।