ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে চায় না তুরস্ক

0
84

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেয়ার পক্ষে নয় আনকারা। খবর আল জাজিরার।

ইস্তানবুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার এরদোয়ান বলেন, ন্যাটোর সদস্য দেশ তুরস্ক স্কেনডিন্যাভিয়ান দেশগুলোর ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে ইতিবাচকভাবে ভাবছে না। সুইডেন ও ফিনল্যান্ড স্কেনডিন্যাভিয়ান দেশ হিসেবে পরিচিত।

তুরস্কের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস ওয়ার্কাস পার্টি (পিকেকে) ও সিরিয়ান কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটসকে (ওয়াইপিজি) সহায়তা করার জন্য সুইডেনসহ পশ্চিমের বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে অভিযোগ করে আসছে আনকারা।

এ ছাড়া পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম স্কলার ফাতুল্লাহ গুলেনকে সহায়তারও অভিযোগও করছে তুরস্ক। ২০১৬ সালে তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা চালান গুলেন। তবে গুলেনের সমর্থকরা এ অভিযোগ অস্বীকার করেছেন।