জামালপুরে আরও ১২ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৫৯৮জন

0
98

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৪ জুলাই ২০২০ জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও ১২ জন কভিড -১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর ৬, ইসলামপুর ৩, মাদারগঞ্জ ২, বকশীগঞ্জ উপজেলায় ১জন।

জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫৯৮ জন (সদর ২১৪, মেলান্দহ ৭৯, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১১০, সরিষাবাড়ী ৫৯, দেওয়ানগঞ্জ ৩৬, বকশীগঞ্জ ৫৮)। সর্বমোট সুস্থ ২৩৮ জন (সদর ৯৬, মেলান্দহ ৩৩, মাদারগঞ্জ ১৪, ইসলামপুর ২৬, সরিষাবাড়ী ৩১, দেওয়ানগঞ্জ ২৫, বকশীগঞ্জ ১৩)।

সর্বমোট মৃত্যু ৯ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।
মোট রেফার্ড ৬ জন (সকলেই সুস্থ হয়েছে)।
সর্বশেষ নমুনা সংগ্রহ ১০৪ টি, মোট নমুনা সংগ্রহ ৬৭১০ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯৪ টি।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ০ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৪ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১৩, ছাড়পত্র ১৬১।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৩৫, ছাড়পত্র ৭১।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬, মোট ছাড়পত্র ১৫৭৫, বর্তমানে মোট অবস্থান ১৮১।