সৈয়দপুর পৌর মেয়রসহ নীলফামারীতে আরো ৪১ জনের করোনা শনাক্ত

0
90

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুর উপজেলার পৌর মেয়র আমজাদ হোসেন সরকারসহ নীলফামারীতে নতুন করে আরো ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত প্রায় সাড়ে ৯টায় সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রিসার্চের পিসিআর ল্যাব থেকে পাওয়া ফলাফল অনুযায়ী জেলায় নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে নীলফামারী সদরের ১৪ জন, জলঢাকা উপজেলা হাসপাতালের চিকিৎসক, নার্স, সিএইচসিপি ও আয়াসহ ৮ জন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার ও স্যানিটারি ইন্সপেক্টরসহ ১২ জন, কিশোরগঞ্জ উপজেলার ৪ জন, ডোমারের ২ জন ও ডিমলার ১ জন।

এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০৭ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৭৭ জন, মৃত্যুবরণ করেছে ৭ জন।