ইউক্রেনে নিহতের প্রকৃত সংখ্যা ‘হাজার হাজার বেশি’: জাতিসংঘ

0
85

প্রায় ১১ সপ্তাহের যুদ্ধে ইউক্রেনে ৩ হাজার ৩৮১ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলা জানানো হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও হাজার হাজার বেশি বলেই মন্তব্য করেছেন দেশটিতে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান মাটিলদা বোগনার।

মঙ্গলবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে মাটিলদা বোগনার বলেন, ‘আমরা অনুমান নিয়ে কাজ করছি। তবে আমি এখন শুধু এটুকু বলতে পারি যে, বর্তমানে আমরা আপনাকে যে সংখ্যা দিয়েছি, প্রকৃত মৃতের সংখ্যা তার চেয়ে হাজার হাজার বেশি।’

ইউক্রেনের যুদ্ধ মনিটর করা ৫৫টি সংস্থার অন্তর্ভুক্ত জাতিসংঘের এই দলটি বলেছে যে, বেশিরভাগ মৃত্যুই ঘটেছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারে। যেমন- ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার মতো ঘটনা, যা বিস্তৃত এলাকাসহ সবখানেই প্রভাব ফেলেছে।

এদিন তাকে যুদ্ধাক্রান্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এবং প্রকৃত সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মাটিলদা বোগনার এসব কথা বলেন।

তিনি এসময় দক্ষিণ-পূর্ব ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের কথা উল্লেখ করে বলেন, ‘সবচেয়ে বড় ব্ল্যাক হোলটি আসলেই মারিউপোল, যেখানে আমাদের পক্ষে সম্পূর্ণরূপে অ্যাক্সেস করা এবং সম্পূর্ণরূপে নিশ্চিত তথ্য পাওয়া কঠিন ছিল।’

‘এই শহরটিই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক লড়াই দেখেছে’, যোগ করেন তিনি।

তবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো।

বগনার বলেন, রাশিয়ান আক্রমণকারী বাহিনী এবং সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনী যে নির্যাতন, দুর্ব্যবহার এবং হত্যা বা মৃত্যুদণ্ডের “বিশ্বাসযোগ্য অভিযোগ” তুলেছে, তার টিমের সদস্যরা তাও তদন্ত করে দেখছেন।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় বাহিনীর সীমালঙ্ঘনের পরিপ্রেক্ষিতে, যদিও রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাল্লাটাই উল্লেখযোগ্যভাবে বেশি, আমরা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগগুলো নথিভুক্ত করেছি।’ সূত্র- রয়টার্স