বাড়িওয়ালা কর্তৃক শিক্ষার্থীদের শিক্ষা সনদ ও মালপত্র ফেলে দেয়ায় ছাত্রদলের নিন্দা

0
82

রাজধানীর কলাবাগানের ওয়েস্টার্ন স্ট্রিটের একটি বাড়ির নিচতলায় মেসে থাকা আট শিক্ষার্থীর তিনটি কক্ষের তালা ভেঙে তাদের শিক্ষাসনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধনপত্র, বই–খাতাসহ যাবতীয় মালামাল বাড়িওয়ালা কর্তৃক ময়লায় ফেলে দেয়ায় এছাড়াও ধানমন্ডিতে বাড়িওলা কর্তৃক শিক্ষার্থীদের মালামাল সিটি কর্পোরেশনে বুঝিয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে লকডাউন থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ফলে শিক্ষার্থীরা তাঁদের বাসার কক্ষগুলো তালা মেরে গ্রামের বাড়িতে চলে যান। এই কারণে তাঁরা ভাড়া দিয়ে যেতে পারেননি। এ সুযোগে বাড়ির মালিক তাঁদের কক্ষ ভেঙে শিক্ষাসনদসহ সব মালামাল ফেলে দেন। সামান্য ভাড়ার জন্য বাড়ির মালিকের এই কাজ কোনোভাবেই মানবিকতার মধ্যে পড়েনা। করোনার এই দুঃসময়ে যেসব বাড়ীওয়ালা পরিস্থিতি বিবেচনা না করে শুধু টাকার জন্য শিক্ষার্থীদের সাথে যে অমানবিক আচরণ করছে তা কোনোভাবেই কাম্য নয়। শুধু বাসা ভাড়ার জন্য শিক্ষার্থীদের মালপত্র শিক্ষাজীবনের সনদ ডাস্টবিনে ফেলে অথবা সিটি কর্পোরেশনের জমা দেওয়া কোনভাবেই মেনে নেয়া যায়না।

নেতৃদ্বয় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান কাগজপত্র উদ্ধারের দাবি জানান এবং বাড়ির মালিকদের বিচার দাবি করেন। এছাড়াও করোনার এই সময়ে সকল বাড়িওয়ালা ও হোস্টেল মালিকদেরকে শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন।