হারানো মোবাইল ফোন খুঁজে দিল কুষ্টিয়া পুলিশ

0
104

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো ২৩টি মোবাইল ও ভুল নম্বারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চলে যাওয়া টাকা উদ্ধার ও প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কুষ্টিয়ার আয়োজনে জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট মোবাইল হস্থান্তর করেন পুলিশ সুপার খায়রুল আলম।

এসময় তিনি বলেন,পহেলা এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন ও ভুল নম্বারে মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে চলে যাওয়া ৭৫ হাজার টাকা উদ্বার করেছে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিট। উদ্ধারকৃত সেই মোবাইল ফোন ও নগত অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করতে পেরেছি। থানায় জিডিকৃত হারিয়ে যাওয়া আরও মোবাইল ফোন খুঁজতে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলাতে উদ্ধার কাজ চলমান রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলন,সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক আনিসুল ইসলাম প্রমুখ।