শ্রীলঙ্কার সহকারী কোচ হলেন নাভিদ

0
115

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন ২০২০ সালে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নাওয়াজ। দুই বছরের জন্য লঙ্কানদের সহকারী কোচ হলেন তিনি। গেল সপ্তাহে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পান ইংল্যান্ডের সাবেক পেসার ক্রিস সিলভারউড। তার সহকারী হিসেবেই কাজ করবেন লঙ্কান সাবেক এই ব্যাটার।

নাভিদের সঙ্গে শ্রীলঙ্কার কোচিং স্টাফে যোগদান করেছেন সাবেক পেসার চামিন্দা ভাসও। গেল ১০ বছর ধরে বিভিন্ন সময়ে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ভাস। এছাড়াও পিয়াল উইজেতুঙ্গেকে স্পিন বোলিং কোচ ও মনোজ আবেবিক্রমাকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে এই কোচদের আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ পর্যন্ত নিয়োগ দেয়া হয়েছে।

মিকি আর্থার শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার পর কয়েক মাসের জন্য জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নাভিদ। বাংলাদেশে থাকাকালীন তরুণ খেলোয়াড়দের গড়ে তুলতেও কাজ করেছেন ৪৮ বছর বয়সী নাভিদ। তার অধীনে থাকা- মাহমুদুল হোসেন জয়, শরিফুল ইসলাম ও শামীম হোসাইনরা এখন জাতীয় দলে খেলছেন।

ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছেন নাভিদ। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন তিনি। এসময় ১২টি সেঞ্চুরি ও ৪২টি হাফ-সেঞ্চুরিতে ৬৮৯২ রান করেছেন নাভিদ নাওয়াজ।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ও ২৩ মে থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজের আগে ১১ মে থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারীরা।