চাঁপাইনবাবগঞ্জের বিজিবি’র পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও কচ্ছপের হাড় উদ্ধার

0
199

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড গুলি ও ৪৫ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে শিয়ালমারা বিওপির শিয়ালমারা আমবাগান এলাকা ও ভোলাহাট সীমান্তে ফলিমারী মাঠে ৬ বস্তার মধ্যে থাকা হাড়গুলো পায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লার নেতৃত্বে একটি বিশেষ টহল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া ১২টার দিকে শিয়ালমারা বিওপির সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় শিয়ালমারা আম বাগান এলাকায় ২ চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ হতে উক্ত অস্ত্র জব্দ করে। অপরদিকে লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা’র নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ভোলাহাট সীমান্ত পিলার ১৯১ মেইন হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফলিমারী মাঠ নামক স্থানে ২ জন চোরাকারবারীকে দেখতে পায়।

এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে তারা ৬টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। উদ্ধারকৃত হাড়ের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।