আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ম্যাক্রোঁর জয়

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোঁ জয় পেয়েছেন। তবে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় পর্বে বা রানঅফে গড়াচ্ছে নির্বাচন। দ্বিতীয় পর্বে ম্যাক্রোঁ সঙ্গে লড়বেন চরম ডানপন্থি জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মারিন লু পেন।

রোববার অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে ৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ম্যাক্রোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ, লু পেন ২৩ দশমিক ৯৭ শতাংশ এবং অপর প্রতিদ্বন্দ্বী জা লুক মিনশঁ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।

এগিয়ে থাকা দুই প্রার্থী ২৪ এপ্রিলের রানঅফ ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হয়েছেন, তাদের মধ্যে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নির্বাচনের দ্বিতীয় পর্বেই চূড়ান্ত হবে।

প্রথম পর্বে ভালোভাবে উৎরে গেলেও দ্বিতীয় পর্বের চূড়ান্ত ভোটে ম্যাক্রোঁ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে মতামত জরিপগুলোতে আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

সমর্থকদের উদ্দেশ্যে ম্যাক্রোঁ বলছেন, কোন ভুল করা যাবে না, এখনও কিছুই নির্ধারিত হয়নি।

অপরদিকে লু পেন ম্যাক্রোঁবিরোধী প্রত্যেক ভোটারকে তার পক্ষে যোগ দেওয়ার ও ‘ফ্রান্সকে স্বমহিমায় ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button