বিরোধী নেতাদের দ্রুত সাজা দিতে সেল গঠন করেছে সরকার: মির্জা ফখরুল


দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের অতি দ্রুত সাজা দিতে সরকার সেল গঠন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘আমরা শুনেছি, তালিকা তৈরি করেছে সরকার। সেই তালিকা ধরে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে যেসব মামলা আছে, এই মামলাগুলো দ্রুত শেষ করার জন্য একটা সেল তৈরি করে দেয়া হয়েছে। এই সেল দিয়ে অতি দ্রুত মামলাগুলো শেষ করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।’
গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সেই ২০১৩ সালের মুগদা থানায় একটা ‘মিথ্যা গায়েবি’ মামলা হয়। এখন একজন মানুষকে একই ঘটনায় দুটা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মুগদা থানার বিস্ফোরক মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সেখানে ৩২ জন খালাস পেয়েছেন আর সাতজনকে দুই বছর তিন মাস/দুই বছর এক মাসÑএভাবে সাজা দেয়া হয়েছে। এটা কিন্তু এখন সারাদেশেই চলছে।
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘তার প্রমাণ হচ্ছে এই মুগদা থানার মামলাটা, যেখানে কোনো কিছু নেই, নাথিং। আমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, সেই মামলাগুলোয় কী আছে? একটা হচ্ছে আমি ময়লার গাড়ি পোড়াচ্ছি, সেটা সিটি করপোরেশনের গাড়ি। আরেকটা আমার বিরুদ্ধে আছে সেক্রেটারিয়েটের (সচিবালয়) ভেতরে মোটরসাইকেলের পেছনে গিয়ে বোমা মেরেছি। এই ছল-চাতুরী প্রতারণা করে গোটা জাতিকে একটা ভয়াবহ অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিরোধী দলকে পুরোপুরি নির্মূল করতে কাজ করছে। আজকে ধরেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পরে যেভাবে নির্মূল করে দিচ্ছে, সেই একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইহুদিদের নির্মূল করেছে জার্মানির হিটলার। পাকিস্তান আমলে আমাদের এই বাংলাদেশে একটা জাতিকে নির্মূল করার জন্য যেমন নির্যাতন-নিপীড়ন-হত্যা সবকিছু চালানো হয়েছিল, পোড়ামাটির একটা অবস্থা তৈরি করা হয়েছিলÑআজ ঠিক একইভাবে বাংলাদেশ থেকে বিরোধী দলকে নির্মূল করার জন্য সেই একই অভিযান চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা গলায় ফেনা তুলে ফেলছেন যে, সুষ্ঠু নির্বাচন, অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন হবে। নতুন নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। যখনই বিরোধী দল কর্মসূচি নিয়ে মাঠে এসেছে, তাদের ওপর একইভাবে অত্যাচার-নির্যাতন করা হয়েছে।
নির্বাচন কমিশনারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘নতুন নির্বাচন কমিশন (ইসি) নাটক করেই যাচ্ছে। সিভিল সোসাইটিকে ডাকছে, সাংবাদিকদের ডাকছে। তাদের ডেকে খুব সুন্দর সুন্দর কথা বলছে। নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সুন্দর বাংলা বলেন। কথা বলার ভঙ্গিও সুন্দর। আগের ভদ্রলোক তো যে কোনো কথাই ভিন্নভাবে বলতেন। তবে বর্তমান সিইসি চমৎকার কথা বলে মানুষকে বিমোহিত করার চেষ্টাও করেন।’
মির্জা ফখরুল বলেন, ‘ইসি যে নাটকগুলো করছে, তা সবচেয়ে ভয়াবহ। এই নাটকগুলো করে তারা আবার নির্বাচন করার পাঁয়তারা করছে, যে নির্বাচন তারা আগের মতোই জোর করে এবং ভিন্ন কৌশলে… এবার হয়তো আগের মতো নির্বাচন হবে না। কোন ধরনের নির্বাচন হবে? গতবার তো আগের রাতেই নির্বাচন হয়েছিল। এখন সাত দিন আগেই হয়ে যাবে কি না জানি না। ইট ইজ গোয়িং টু হেপেন।’
গণমাধ্যমকর্মী আইন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সাংবাদিকরাও কম ভুক্তভোগী নন। এরই মধ্যে আপনাদের অনেকেই নিহত হয়েছেন। অনেককে জেলে যেতে হয়েছে সত্য কথা লেখার জন্য। এখানে ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে। এখন গণমাধ্যমকর্মী আইন করতে যাচ্ছে। আমাদের তথ্যমন্ত্রী বলছেন, এটা নাকি রিভিউ করা হবে। রিভিউ করে কী করবেন? সেটা তো আমরা ডিজিটাল সিকিউরিটি আইনের ক্ষেত্রে দেখেছি, যার ফলে এটা কোনোমতেই গণতন্ত্রের জন্য নিরাপদ দেশ নয়। এই দেশ এখন সম্পূর্ণভাবে একনায়কতান্ত্রিক, কর্তৃত্ববাদী, এককথায় বলতে গেলে একটা ফ্যাসিবাদী সরকারের হাতে পড়েছে। এই সরকারকে সরাতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বয়ক আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, এস কে সেকান্দার, হারুনুর রশীদ প্রমুখ।