দেশজুড়ে

ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে গলফ টুর্নামেন্ট সমাপ্ত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী ওয়ালটন প্রসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। শনিবার (২এপ্রিল) সকালে টুর্নামেন্টের সমাপ্তি দিনের খেলা উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, বিএসপি(বার) এনডিসি পিএসসি।

এ সময় টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহ বঙ্গবন্ধু সেনানিবাস সহ দেশের অন্যান্য গলফ ক্লাবের শতাধিক গলফার এ টুর্নামেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, বিএসপি (বার),এনডিসি, পিএসসি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button