নীলফামারীতে ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: মুখ চেপে ধরে পাশবিক কায়দায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোঃ বিপ্লব হোসেনকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক।
রবিবার (২৭ মার্চ) বিকাল ৪টার সময় নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক মোঃ মাহাবুবুর রহমান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২ নভেম্বর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর (মাঝ পাড়া) গ্রামের মৃত খয়রাত হোসেনের মেয়ে মোছাঃ আনজুয়ারা খাতুন (১৫)-কে ফাঁকা বাসায় নিজ ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে পাশবিক কায়দায় ধর্ষণ করে প্রতিবেশী মকসুদুর রহমান এর ছেলে মোঃ বিপ্লব। এসময় ধর্ষিতার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ধর্ষক মোঃ বিপ্লবকে হাতে নাতে আটক করে।
আনজুয়ারা খাতুন বাদী হয়ে মামলা করেন, মামলা নং- নাঃ শিঃ নিঃ ৬১/১০(কি)।
দীর্ঘ ১২ বছর চলা এ মামলায় সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামি মো. বিপ্লব এর বিরুদ্ধে ৯(১) ধারা প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর স্পেশাল পি পি রমেন্দ্রনাথ বর্ধন (বাপি)।
তিনি সাংবাদিকদের বলেন, এক শ্রেণির নরপশু সমাজে এসব অপকর্ম করে বেড়াচ্ছে। মামলায় সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
এ রায়ে বাদীসহ এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।