পাটকলগুলো বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান

0
82

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এমপি আজ ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেন,“সরকার পাটকলগুলো বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

দেশে বিদ্যমান করোনা দূর্যোগের মধ্যে জনগণ যখন কর্মসংস্থানের জায়গা হারিয়েছে, খেয়ে পরে বাঁচার পথ রুদ্ধপ্রায় অবস্থা,- ঠিক সেই সময় এই রকম সিদ্ধান্ত মানবিক বিবেচনা প্রসূত নয় বলে আমরা মনে করি। প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ ভিত্তিতে পরে এসব কারখানা চালু করা হবে বললেও তা দুর্নীতিতে ভাসমান এই সরকারের পক্ষে করা সম্ভব হবে বলে আমরা মনে করি না। বরং কৌশলে পাটকলগুলোর সম্পদ তথা জনগণের সম্পদ লুন্ঠিত হবে বলেই আমাদের আশংকা।

আমরা সরকারকে পাটকলগুলো বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং পাটকলগুলোতে বিদ্যমান দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে সেগুলো চালু রাখার জন্য জোর দাবি জানাচ্ছি”।