রাতে দেশে ফিরছেন সাকিব, খেলবেন না শেষ ওয়ানডে

0
114
Bangladesh's Shakib Al Hasan celebrates after scoring a half-century (50 runs) during the first one-day international (ODI) cricket match between South Africa and Bangladesh at SuperSport Park in Centurion on March 18, 2022. (Photo by PHILL MAGAKOE / AFP) (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

সাকিব আল হাসানের মা, ছেলে, মেজো মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমন অবস্থায় কথা ছিল বড় ধরনের ক্রাইসিস না হলে দক্ষিণ আফ্রিকায় শেষ ওয়ানডে খেলেই দেশে ফিরবেন সাকিব। এমন তথ্য দিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। দৃশ্যপট বদলাতে সময়ও লাগলো না। হুট করে সাকিব সোমবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দক্ষিণ আফ্রিকা থেকে দেশের উদ্দেশে বিমান ধরবেন তিনি।

বাংলা ট্রিবিউনকে বামহাতি অলরাউন্ডারের দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন জালাল ইউনুস-ই। তিনি বলেছেন, ‘সাকিবকে ছুটি দেওয়া হয়েছে। আজ রাতেই দেশে ফিরছে। পরিবারের এমন অবস্থায় স্বাভাবিক ভাবেই সাকিব খুব বিপর্যস্ত। এই অবস্থায় বিসিবি তার পাশেই আছে।’

ঘণ্টাখানেক আগে সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস বলেছিলেন, ক্রাইসিস মুহূর্ত হলেই সাকিব ফিরে আসার সিদ্ধান্ত নেবে। এমন বক্তব্যের পরই সাকিব দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন।

সাকিবের পুরো পরিবার এখন হাসপাতালে ভর্তি। তার তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়ি আছেন হাসপাতালের বিছানায়। মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটাপন্ন। তবে সন্তানরা মোটামুটি ভালোই আছেন।

সাকিবের মা শিরিন আক্তার এমিনতেই হার্টের রোগী। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রিও ঠাণ্ডা জ্বরে ভুগছেন। তিনজনই দাদীর সঙ্গে একই হাসপাতালে ভর্তি।

সাকিবের শাশুড়ির অবস্থাও বেশ খারাপ। এমনিতে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তিনি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।