বীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আর্থিক সহায়তার চেক বিতরণ

0
100

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৯ জন রোগীকে ৫০ হাজার করে ৯ লক্ষ ৫০ হাজার টাকার সরকারী চেক বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

উপজেলা পরিষদ হলরুমে ৭ মার্চ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে চেক বিতরণ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সারওয়ার মুর্শেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর কালীপদ রায়, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি।

চেক বিতরনের পূর্বে ৭ ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।